আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস—তি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ “দুর্যোগের প্রস—তি সারা∂ণ আনবে টেকসই উন্নয়ন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস—তি দিবস উদযাপন করা হয়েছে। এ উপল∂ে গতকাল ১০মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় আরিফুজ্জামান পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শি∂ার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে যুবউন্নয় কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেেেনর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএম জালাল উদ্দিন আহম্মেদ। উপজেলা পাট কর্মকর্তা মোঃ মনিরুজ্জামনের পরিচালনায় অন্যান্য’র মধ্যে বক্তব্যদেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস,উপজেলা সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমশের উদ্দিন (টিটোও আলফাডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্য∂ দৈনিক দিনকাল আলফাডাঙ্গা প্রতিনিধি মোঃ শাহারিয়ার হোসেন প্রমুখ। পরে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পরুষ্কার বিতরণ করেন।

Comments (0)
Add Comment