জানা যায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আলফাডাঙ্গা উপজেলার সদর দুধ বাজারে অভিজান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের মোসলেম মিয়ার ছেলে ইমন মিয়া (৩২)কে একহাজার ও উপজেলার সদর ইউনিয়নের কুশুমদী গ্রামের সামাদ মোল্যার ছেলে চুন্নু মোল্যা (৫০)কে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।