মোঃ শাহারিয়ার হোসেন,
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে, চাঁদাদাবীর অভিযোগ এনে, চাঁদড়া গ্রামের সুভাষ চন্দ্র মিত্র’র ছেলে, হারান কুমার মিত্র’র বিরু◊ে সংবাদ সম্মেলন করেছেন, উপজেলাধীন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শি∂ক আনন্দ কুমার সাহা। উক্ত শি∂ক গতকাল ১৯ মে বৃহস্পতিবার সকাল ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন এর কপি সাংবাদিকদের পাঠ করে শোনান। অভিযোগে জানান সরকারী নিয়মনিতী ও বিধিমালা অনুসরন করে চাঁদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের প্রাইভেট পড়াই। এর সুযোগ নিয়ে হারান কুমার মিত্র সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় আমার কাছে টাকা দাবী করে এবং খাবার খেতে চায়। গত ১৫ মে শনিবার সাড়ে ৭টায় আমার প্রাইভেট পড়ানোর জায়গায় গিয়ে আমার কাছে ৫হাজার টাকা চাঁদা দাবী করেন।আমি তার দাবী পূরণ না করায় তিনি আমার প্রাইভেট পড়ানো বন্ধ করেদেন। এ ছাড়াও তিনি আলফাডাঙ্গা থানায় আমার বিরু◊ে একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে আমাকে পুলিশি হয়রানী করছেন বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।