পুলিশ ক’জন জঙ্গী ফিলিস্তিনী এবং তাদের লুকানো বিস্ফোরকের খোঁজে মসজিদ চত্বরে ঢুকলে সংঘর্ষ বাঁধে। জেরুজালেম পোস্ট পত্রিকা লিখছে, সন্দেহভাজন ঐ ফিলিস্তিনীরা আল-আকসায় লুকিয়ে রয়েছে বলে পুলিশের ধারণা।
আল-আকসা চত্বরে এই সংঘর্ষ এমন দিন হলো যেদিন ইহুদিরা তাদের নতুন বছর বা রোশ হাশানাহ উদযাপন শুরু করছে।আল-আকসা মসজিদ চত্বরটি নিয়ে ইসরায়েলি এবং ফিলিস্তিনীদের মধ্যে থেকে থেকেই সংঘর্ষ বাঁধে। ইহুদিরা বিশ্বাস করে ঐ মসজিদ চত্বরেই তাদের প্রাচীনতম মন্দির ছিল। সে কারণে, ধার্মিক ইহুদিরা নির্বিঘ্নে ঐ চত্বরে ঢোকার অধিকার চায়।
গত সপ্তাহে আল-আকসা চত্বরে ঢুকতে ইহুদিদের বাধা দেয়ার জন্য দুটি ফিলিস্তিনী গোষ্ঠীকে ইসরায়েল নিষিদ্ধ করে। তখন থেকেই উত্তেজনা শুরু হয়।
আজকের এই সংঘর্ষের পরও ইসরায়েলের জন-নিরাপত্তা মন্ত্রী গিলাদ ইরদান বলেছেন, রোশ হাশানার সময় অর্থাৎ রোববার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ইহুদিদের আল-আকসা চত্বরে ঢুকতে দেওয়া হবে।
বাংলাদেশেরপত্র/এডি/পি