বিশ্বকাপের দল ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের পছন্দ ছিল শফিউল ইসলাম। কিন্তু মাশরাফি বিন মুর্তজার বিশেষ সুপারিশে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে আল আমিনকে দলে নেয়া হয়। অথচ অস্ট্রেলিয়ায় সেই অধিনায়কের সাথেই দুর্ব্যবহার করেছেন আল আমিন। আর শৃঙ্খলা ভঙ্গের দায় নিয়ে বিশ্বকাপের মাঝপথে এখন দেশে ফিরছেন পেসার আল আমিন। মূল সমস্যা হয় প্রথম ম্যাচে একাদশে জায়গা না পাওয়া নিয়ে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, প্রথম ম্যাচে একাদশে না থাকায় ড্রেসিংরুমে অশোভন আচরণ করেন। অধিনায়ক মাশরাফি ও কোচ চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। আল আমিনের অন্যতম সমর্থক মাশরাফির সঙ্গে উদ্ধ্যত আচরণে বিস্মিত হয় টিম ম্যানেজমেন্ট।