ইউনিরুটের এমডি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

Dudokস্টাফ রিপোর্টার:
জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের টাকা আত্মসাতের ঘটনায় মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিরুট ফাইন্যান্স অ্যান্ড কমার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোবারক হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তার রোজির বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত কাল কমিশনের নিয়মিত সভায় চার্জশিটের অনুমোদন দেওয়া হয়।
শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবেন তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ। দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ২০১২ সালের ২ ফেব্র“য়ারি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোবারকের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় বলা হয়েছে, অল্প সময়ে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছ থেকে ৩৩ কোটি টাকা সংগ্রহ করেছে।

Comments (0)
Add Comment