স্পোর্টস ডেস্ক:
ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে এই ইনজুরিতে পড়েন তিনি। প্রথমার্ধে তাকে মাঠে দেখা গেলেও ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে আর তাকে মাঠে নামাননি কোচ কার্লো আনচেলোত্তি। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ইনজুরিটি মারাÍক কিছু মনে না হলেও পরীক্ষা-নিরীক্ষা না করে কিছুই বলা যাচ্ছে না। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পায়ের পেশিতে টান খান রোনালদো। এর পরও খেলা চালিয়ে যান। কিন্তু বিরতির পর মাঠে নামতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় তাকে আর মাঠে নামানো হয়নি। তবে এই ইনজুরি থেকে সেরে উঠতে ঠিক কত দিন লাগবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।