স্পোর্টস ডেস্ক:
বায়ার্ন মিউনিখের উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি আবারো মাঠে ফিরে আসছেন বলে জানিয়েছেন তিনি। ইনজুরির কারণে ফ্রান্সের এ তারকা দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারেন নি। হাঁটুতে ব্যথা থাকায় প্রাক-মৌসুমে বায়ার্নের হয়ে মাঠে নামতে পারেননি রিবেরি। বুন্দেসলিগায় দলের প্রথম ম্যাচেও মাঠে নামা হয়নি তার। রিবেরিকে ছাড়া সে ম্যাচে উলফসবার্গের বিপক্ষে ২-১ গোলের জয় পায় বায়ার্ন। ইনজুরি থেকে মুক্ত হয়ে রিবেরি জানালেন, ‘আমি এখন ভাল অনুভব করছি। কিন্তু হাঁটুতে কিছুটা ব্যথা রয়েছে। তবে গত ১০ দিন আগের চেয়ে এখন অনেকটাই ভালো।’ ব্রাজিল বিশ্বকাপের আগে ফ্রান্স দলের ঘোষিত স্কোয়াডে তিনি ছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ে শেষ মুহুর্তে তাকে ছাড়াই ব্রাজিলে উড়াল দেয় ফরাসিরা। অ্যাটাকিং এ উইঙ্গার বলেন, ‘ক্লাবের অনুশীলনে আমি ফিরতে পারব সোমবার অথবা মঙ্গলবার। তবে, বুধবার ক্লাবের মূল অনুশীলন শুরু হবে। আমি সেখানে যোগ দিতে পারব।’ আগামী রোববার বায়ার্ন তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শালকের বিপক্ষে। আগামী ১৩ সেপ্টেম্বর তাদের তৃতীয় ম্যাচ স্টুটগার্টের বিপক্ষে। তৃতীয় ম্যাচে মাঠে নামবেন বলে জানালেন বায়ার্নের হয়ে ১৭৮ ম্যাচ খেলা রিবেরি।