যেভাবে তৈরি করবেন;
আম ধুয়ে খোসা ফেলে স্লাইস করে নিন। আম ডুবে যায় এমন পরিমাণ পানি দিন। পুদিনা পাতা, আদা কুচি, গোলমরিচ, আধা ভাঙা জিরা ও লবণ দিয়ে সিদ্ধ করুন, যতক্ষণ না আম ভালোভাবে নরম হয়। এবার মিশ্রণটি ব্লেন্ড করে ছেঁকে নিন। মিশ্রণের সমপরিমাণ অথবা ইচ্ছামতো চিনি মেশান।
এরপর ১ কাপ চিনি, আধা কাপ পানি দিয়ে জ্বাল দিন। ফুটন্ত মিশ্রণে লবণ মেশান। সিরাপের মতো ঘন হলে নামিয়ে নিন। এবার ব্লেন্ড করে রাখা আমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল আম পুদিনার শরবত। পরিবেশনের সময় আইস কিউব দিয়ে পরিবেশন করুন।