ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার

কুষ্টিয়া :  চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। ভিসির বাসভবনে গতকাল বুধবার সন্ধ্যার পর প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠক শেষে ছাত্রলীগ নেতারা আন্দোলন প্রত্যাহার করে নেয়।

বৈঠকে ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আফজাল হোসেন, রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন, প্রক্টর ড. ত ম লোকমান হাকিম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন এবং চাকরি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment