ইয়েমেনে সৌদি বোমা হামলায় একই পরিবারের ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের রাজধানী সানার নিকটবর্তী একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন বোমা হামলায় নয় সদস্যের এক পরিবারের সবাই নিহত হয়েছেন। শনিবার ঘটনাস্থল ওকাস গ্রামের স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছেন। শুক্রবার রাতে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় আরো পাঁচজন নিহত হয়েছেন বলে হুতি নিয়ন্ত্রিত রাষ্ট্রিয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে। অনেকে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছেন বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি। গত সেপ্টেম্বরের থেকে ইয়েমেনের রাজধানীসহ অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে নিয়েছে শিয়া হুতি বিদ্রোহী ও তাদের মিত্র সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ অনুগত সেনাবাহিনীর ইউনিটগুলো। গত ২৬ মার্চ থেকে এই সম্মিলিত বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব ও মিত্র আরব দেশগুলোর জোট। সৌদি সমর্থিত ইয়েমেনের ক্ষমতাচ্যুত সুন্নি রাষ্ট্রপ্রধান আব্দ-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতা ফিরিয়ে দেয়া ও দেশটিতে ইরানের মিত্র হুতিদের অগ্রযাত্রা বন্ধ করতে বিমান হামলা চালাচ্ছে সুন্নি আরব দেশগুলো। ওকাস গ্রামটি জাবেল আল-নবি শোয়েব পর্বতে অবস্থিত বিমান বাহিনীর একটি ঘাঁটির নিকটে অবস্থিত। সাবা জানিয়েছে, নিহত পরিবারটির সদস্যদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও অপর ছয়জন শিশু। সাবা’র ওয়েবসাইটে পোস্ট করা একটি ছবিতে নিহত তিনটি শিশুকে পাশাপাশি শোয়া অবস্থায় দেখা গেছে। ওদিকে, মানবিক কারণে ইয়েমেনে বিমান হামলা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে রাশিয়া। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার কথা আছে।

Comments (0)
Add Comment