উদ্ধারকৃত ১৫৫ বাংলাদেশিকে ফেরত দিল মায়ানমার


কক্সবাজার প্রতিনিধি :  বঙ্গোপসাগরের মায়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে মায়ানমার। বুধবার সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের মায়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় এলাকায় মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিজিবির পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেওয়া হয়।

দুপুর ১টার দিকে বাংলাদেশের ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সেতু দিয়ে পর্যায়ক্রমে ১৫৫ জনকে নিয়ে আসা হচ্ছে বলে বিজিবি কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।

Comments (0)
Add Comment