বর্ণিল আঁতশবাজি ও চোখ ধাঁধানো আলোকসজ্জায় উৎসব মুখর পরিবেশে নতুন বছর ২০১৫’কে স্বাগত জানিয়েছে এশিয়া ও ইউরোপের প্রধান শহরগুলো। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম প্রহরে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দিয়ে চলে যাওয়া আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমের দেশগুলোতে উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো শুরু হয়। নিউ জিল্যান্ডের দেখানো পথ ধরে কিছুক্ষণের মধ্যেই উৎসব শুরু হয় প্রতিবেশী অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনি বন্দর এলাকায় দৃষ্টি নন্দন আলোকসজ্জার মধ্যে নতুন বছরের প্রথম মূহুর্তের আকাশ ব্যাপক আঁতশবাজিতে রঙিন হয়ে ওঠে। সিডনি এই বিখ্যাত আঁতশবাজির প্রদর্শনী দেখার জন্য প্রায় ১৫ লাখ মানুষ শহরটির সাগরতটে জড়ো হয়। ইউরোপে নতুন বছরকে প্রথম বরণ করে রাশিয়ার রাজধানী মস্কো। শহরটির সেন্ট ব্যাসিলিকা গির্জা ও ক্রেমলিনের আকাশ আঁতশবাজির ছটায় রঙিন করে নতুন বছর শুরু হয় দেশটিতে। জার্মানির বার্লিনে বিখ্যাত ব্রান্ডেনবার্গ গেইটে উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। ওদিকে প্যারিসে নতুন বছর শুরুর ১৫ মিনিট আগে থেকেই শহরের আর্ক দ্য ত্রিয়োফি গেইট এলাকায় চোখ ধাঁধানো আলোক প্রদর্শনীর মাধ্যমে বর্ষবরণ করা হয়। স্পেনের রাজধানী মাদ্রিদে হাজার হাজার মানুষ শহরের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সল’এ জড়ো হয়ে নেচে-গেয়ে নতুন বছরকে বরণ করে। ওদিকে বার্সেলোনা, লন্ডন ও এডিনবার্গে ব্যাপক আঁতবাজির প্রদর্শনী ও রাস্তায় আয়োজিত বিভিন্ন পার্টির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।