বিনোদন ডেস্ক:
এপারেও তিনি, ওপারেও তিনি। বাংলাদেশ ও কলকাতা- দু’জায়গায়ই ফেরদৌসকে নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। পোস্টারে ছেয়ে গেছে দেয়াল। টিকিট কেটে সারি বেঁধে তাকে দেখতে যাচ্ছেন দর্শক। কারণ কী? ছবি মুক্তি পাচ্ছে যে! বাংলাদেশ ও কলকাতা মিলিয়ে এ পর্যন্ত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। কিন্তু একই দিনে দু’জায়গায় তারই অভিনীত ভিন্ন দু’টি ছবি মুক্তি পাওয়ার ঘটনা খুব কমই ঘটেছে। ১৯ সেপ্টেম্বর কলকাতায় ফেরদৌস অভিনীত দেবরাজ সিনহার ছবি ‘আকর্ষণ’ এবং বাংলাদেশে মুক্তি পেয়েছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। ফেরদৌস বললেন, ‘প্রায় ৫-৬ বছর পর একই দিনে দুই বাংলায় আমার ছবি মুক্তি পাচ্ছে। কাজের বাইরেও দেবরাজ সিনহার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। একসময় তার বাবার ছবিতে অভিনয় করেছিলাম। অবশ্য নানাকারণে পরে সেটা মুক্তি পায় নি। ছবিটির প্রচারণার কাজে ২২ সেপ্টেম্বর কলকাতায় যাচ্ছি। ঢাকায় ফিরবো ২৮ সেপ্টেম্বর।’ ‘আকর্ষণ’-এ ফেরদৌসের সঙ্গে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই ঋতুপর্ণার সঙ্গে তার বন্ধুত্ব। একসঙ্গে কাজ করেছেন ‘আমাদের সংসার’, ‘চুড়িওয়ালা’, ‘সুয়োরানী দুয়োরানী’সহ অনেক ছবিতে। অন্যদিকে সরকারি অনুদানের ছবি ‘বৃহন্নলা’য় ফেরদৌসের সহশিল্পী সোহানা সাবা। এর আগে ‘আয়না’য় একসঙ্গে দেখা গেছে তাদেরকে।