‘একটা সূর্যের সন্ধানে …’
– নাসিম আহমদ লস্কর
জীবন ঊষালগ্নে শ্রাবণের শ্রান্তিহীন বৃষ্টির মাঝে
একটা সূর্যের সন্ধানে কত খোলা মাঠ যে ঘুরলাম।
শ্রাবণের বৃষ্টি সে তো সূর্যের সন্ধান না পেয়ে
অঝোর ধারায় কাঁদে,
পায়না খুঁজে সোনালি রোদের মৃদু উষ্ণতাটুকু,
ঠিক মধ্যাহ্ন বেলায় যখন দিবসের যৌবনকাল
তখনো মেলেনি লাল টুকটুকে সূর্যের সন্ধান।
পড়ন্ত বিকেলে পশ্চিম আকাশে লালিমা দেখলে
মনে হয় সূর্য, সে তো একটু অন্তরালে,
তখন বয়েসি দিনের অবেলায় আশা জাগে
হয়তো অনাগত প্রভাতবেলা সে আসবে।
আশে আশে নিশি কাটে
প্রভাতে তবু সূর্যের প্রভাতো আর ফুটে না
শ্রাবণ সে তো নিত্যসঙ্গি হয়ে যায়।
পায়না খুঁজে সূর্যের সন্ধান…
একটা সূর্যের সন্ধানে গ্রহটা কত মহাকাল আবর্তিত হলো
কত বার্ষিক গতির তিরোধান ঘটলো
না পেল সূর্য কিরণের ছোঁয়া,
না পেল আবর্তিত হওয়ার বিনিময়টুকু।
ঊষালগ্ন থেকেই সূর্যের রুধির আভা দর্শনের জন্য
কত না অধীর আগ্রহ,
টগবগে মধ্যাহ্ন যৌবন অতিক্রম হয়ে
জীবন সায়াহ্ন চলে এলো
তবু নেই সূর্যের সন্ধান।
অবেলায় যদি সূর্যের আগমন ঘটে
চিরদোষী গ্রহটার মাঝে
সে তো কাছেও টানতে পারবে না,
বসার পিঁড়িও দিতে পারবে না,
পারবে না করতে শেষ ভাবটুকু বিনিময়।
তবু, সূর্যের কাছে গ্রহের অনুনয়
অবকাশ পেলে একবার ছুটে এসো বন্ধু আমার পানে…
লেখক: নাসিম আহমদ লস্কর
ঠিকানা: গ্রাম- কসকনকপুর, ডাক- ব্রাহ্মণগ্রাম (৩১৯০)
উপজেলা- জকিগঞ্জ, জেলা- সিলেট, বাংলাদেশ।
পেশা : ছাত্র ও সাংবাদিকতা, বয়স: ১৬