ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন ওরফে মিনার চৌধুরীর জামিনাদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গত কাল প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান। গত ২ মার্চ বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে রুল নিষ্পত্তি করে জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গল ও বুধবার একদিনের জন্য জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর গত কাল গত কাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে জামিন আরও এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও আহত হন। ওইদিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয় ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।