এবারই প্রথম চলচ্চিত্রে গান গাইলেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ


বিনোদন ডেস্ক:
চলচ্চিত্রে গান গাওয়ার জন্য বহুবার প্রস্তাব পেয়েছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। তবে প্রতিবারই নানা কারণে প্লেব্যাকের প্রস্তাব ফিরিয়ে দিলেও এবার চলচ্চিত্রের জন্য গাইলেন এই তারকা। এবার প্লেব্যাক করলেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। কবির বকুলের লেখা ‘শোন তুমি’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিলেন মাইলস ব্যান্ডের এ ভোকাল। শওকত আলী ইমনের সুর-সঙ্গীতে গতকাল তার নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ডিং সম্পন্ন হয়। ‘পাগলের মতো ভালোবাসি তোমায়/ভেব না তো পাগল’ কথার গানটি থাকছে শাফিউদ্দিন শাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ ছবিতে। এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘এবারই প্রথম প্লেব্যাক করলাম। যদিও এর আগে চলচ্চিত্রে গান গাওয়ার জন্য বহুবার প্রস্তাব পেয়েছিলাম। তবে কাজগুলো নিজের কাছে পছন্দ না হওয়ায় প্রস্তাবগুলো ফিরিয়ে দিতে হয়েছে। এ গানটির কথা, সুর চমৎকার। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, সবার কাছেই গানটি ভালো লাগবে।’ এছাড়া ‘ওয়ার্নিং’ ছবিতে শাফিন আহমেদ ছাড়াও ‘নগর বাউল’খ্যাত জেমস কণ্ঠ দিয়েছেন। কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর-সঙ্গীত সম্প্রতি ‘এতো কষ্ট কষ্ট লাগে এ অন্তরে’ শিরোনামে গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এদিকে ‘শোন তুমি’ গানটির মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন শাফিন আহমেদ ও শওকত আলী ইমন।গানটি প্রসঙ্গে ইমন বলেন, ‘নিমঃসন্দেহে শাফিন ভাইয়ের কণ্ঠে গানটি দারুণ হয়েছে। গানটি রেকর্ডিং করতে খুব বেশি সময় লাগেনি। তিনি খুব চমৎকার গেয়েছেন। গানটি নিয়ে আমিও বেশ আশাবাদী।’

Comments (0)
Add Comment