বিনোদন ডেস্ক:
বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর অভিনীত ছবি ‘বরফি’ দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, হংকং ইত্যাদি দেশে প্রচুর প্রশংসা পেয়েছে। গত শুক্রবার জাপানে এই ছবিটি রিলিজ করা হয়। ইউটিভি মোশন পিকচার্সের এই ছবিটি জাপানে মুক্তিপ্রাপ্ত রণবীররের প্রথম ছবি। ডিজনী ইন্ডিয়ার উপাধ্যক্ষ অমৃতা পান্ডে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তারা জাপানে প্রতিষ্ঠিত ওকিনাবা ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড পাওয়ার পর ‘বরফি’ রিলিজ করতে পেরে খুব উৎসাহিত। এই ছবিটি জাপানের টোকিও, ইয়োকোহামা, নাগোয়া, ওসাকা, কিটো ও ফুফুওকা এই ছয়টি শহরের দশটি স্ক্রিনে রিলিজ করা হয়েছে।