এবার অন্যরকম পোশাকে নাঈম


রঙ্গমঞ্চ ডেস্ক:
রোদে পোড়া মুখ। কিছুটা জং ধরে যাওয়া সাইকেল। চার পকেটের খাকি রঙা জামা। মুখে খোঁচা দাড়ি। পায়ে চপ্পল। পথঘাট পেরিয়েও ক্লান্তি নেই চোখে-মুখে। বাড়ি বাড়ি গিয়ে দায়িত্ব পালন করতে পারলেই হাসি ফুটে ওঠে তার মুখে। এসব চিত্র পড়লে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, লোকটি পোস্টম্যান। এই চরিত্রে অন্যরকম অভিনয় করলেন নাঈম। নাটকটির নামও ‘পোস্টম্যান’। লিখেছেন মোহন আহমেদ, পরিচালনা করেছেন শিকদার মোহাম্মদ রাসেল। এরই মধ্যে পূবাইলে নাটকটির দৃশ্যধারণ হয়েছে।
পোস্টম্যান চরিত্রে সাধারণত একটু প্রবীণ অভিনেতাদেরই দেখা যায়। নাঈম সেদিক দিয়ে একটু অন্যমাত্রা যোগ করলেন বলা যায়। তিনি বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম হোসেন মিয়া। সে শিক্ষিত যুবক। নব্বই দশকের ফুলনগর নামের একটি গ্রামের প্রেক্ষাপটে অনেক সুন্দর গল্প আছে এতে। তখন যোগাযোগের মাধ্যম ছিল শুধুই চিঠি। এরপর ফোন জনপ্রিয় হয়ে উঠতে থাকলে পাল্টে যেতে থাকে হোসেন মিয়ার জীবন।’ ‘পোস্টম্যান’ নাটকে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, হেনা প্রমুখ। এবারের কোরবানি ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

Comments (0)
Add Comment