যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচারণা দলের সাথে দেশটির যোগসাজশ নিয়ে কয়েকটি কংগ্রেসীয় কমিটি তদন্ত করছে। এছাড়া রুশ হস্তক্ষেপ নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের নেতৃত্বেও কেন্দ্রীয় সরকারের তদন্ত দলের কাজ চলছে।
প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেন, ‘ফ্লোরিডার স্কুলে হামলাকারীর কাছ থেকে পাওয়া সবধরনের আভাস-ইঙ্গিতই এফবিআই মিস করেছে। এটি দুঃখজনক এবং তা গ্রহণযোগ্য নয়।’
তিনি আরো বলেন, ‘ট্রাম্পের প্রচারণা দলের সাথে রাশিয়ার যোগসাজশ প্রমাণে এফবিআই প্রচুর সময় ব্যয় করছে। কিন্তু রাশিয়ার সাথে কোন যোগসাজশ হয়নি। এফবিআই মূল কাজে ফিরে যাক এবং আমাদের গর্বিত করুক।’
ফ্লোরিডার পার্কল্যান্ডে বুধবার নিকোলাস ক্রুজ নামের সাবেক এক ছাত্র তার স্কুলে নির্বিচারে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করে। সে মানসিক সমস্যায় ভুগছিল। এ ঘটনার বিষয়ে একাধিক সতর্কতামূলক আভাস থাকলেও এফবিআই তা খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে।
সংস্থাটি শুক্রবার এ কথা স্বীকার করে বলেছে, জানুয়ারিতে তারা এক সোর্সের কাছ থেকে এ বিষয়ে একটি হালকা মাত্রার সতর্কতা সংকেত পেয়েছিল। কিন্তু সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে সংস্থাটির সদস্যরা ব্যর্থ হয়েছে।