২০১৪ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘কিক’-এর সিকুয়াল আসছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এবার শোনা গেল নতুন সিনেমাটির নাম হবে ‘ডেভিল’ এবং আর চিত্রনাট্য লিখবেন খোদ সালমান খান। অনেকেই হয়তো জানেন না চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সালমান নিজেও লেখালেখি করেন। তার অভিনীত ‘বাঘি: আ রেবেল ফর লাভ’-এর মূল ভাবনা ছিল তার। তিনি ‘ভির’ এবং ‘চন্দ্রমুখি’র মতো সিনেমারও কাহিনী লিখেছেন। ‘কিক’-এর প্রযোজক এবং পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার ঘনিষ্ঠ এক সূত্র ইন্ডিয়ান একপ্রেসকে জানায়, “সাজিদ নিজেই জানতেন না, কখন তিনি ‘ডেভিল’-এর নির্মাণে হাত দেবেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ফাটাফাটি কোনো গল্প খুঁজে না পেলে তিনি কাজে হাত দেবেন না।”