বিনোদন ডেস্ক:
নিরব-অমৃতা জুটির প্রথম ছবি ‘গেইম’। ২১ সেপ্টেম্বর ছবিটি সেন্সরে জমা পড়ছে। এমনটিই জানালেন এ ছবির নায়ক নিরব। তিনি বলেন, ‘এটি অমৃতা ও আমার প্রথম ছবি। দেরীতে হলেও ছবিটি সেন্সরে জমা পড়ছে। আমার বিশ্বাস, লোকেশন থেকে শুরু করে সবকিছুতেই দর্শকেরা একটা বৈচির্ত্য খুঁজে পাবেন এ ছবিতে।’ রোমান্টিক-অ্যাকশন ঘরনার ছবি ‘গেইম’ যৌথভাবে পরিচালনা করবেন রয়েল ও অনিক। ছবিতে মুল খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব। নিরব অমৃতা জুটির আরো দুটি ছবি নির্মাণাধীন রয়েছে। ছবিগুলো হলো আতিক রহমানের ‘অন্তরে অন্তরে’ এবং সাঈফ চন্দনের ‘টার্গেট’। খুব শিগগরিই ‘গেইম’ ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।