বিনোদন ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী রিয়া সেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ইফতেখার চৌধুরী। এই নির্মাতার নতুন ছবিতে জুটি হয়ে কাজ করবেন মোশাররফ করিম ও রিয়া সেন। আসছে কোরবানি ঈদের পর দেশের বাইরে ছবিটির শুটিং শুরু হবে। এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি। এ ছবিতে আরো একটি চরিত্রে অভিনয় করবেন আলী রাজ। ইফতেখার চৌধুরী বলেন, ‘মোশাররফ আর রিয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। অন্যান্য বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। আমরা এ ছবির শুটিং পুরাটাই দেশের বাইরে করবো। রোমান্টিক কমেডি গল্প নিয়েই তৈরি হবে ছবিটি।’