এবার রোমিও চরিত্রে তৌসিফ -জুলিয়েট চরিত্রে সাফা


বিনোদন ডেস্ক:
নতুন জুলিয়েট এসেছে শহরে। এ জুলিয়েট যাকে দেখে তার প্রেমেই পড়ে। তবে তার এই ভালোলাগা ক্ষণিকের জন্য। সে নতুন প্রেমে পড়লেই ভুলে যায় আগের সব সম্পর্কের কথা। তবে এই চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে জুলিয়েট কিন্তু বেশিদূর যেতে পারে না। আটকে পড়ে রোমিওর জালে। গল্পটি ‘নিউ রোমিও-জুলিয়েট’ নাটকের। এতে রোমিও চরিত্রে তৌসিফ মাহবুব আর জুলিয়েট চরিত্রে অভিনয় করছেন সাফা কবির। লিখেছেন ও পরিচালনা করছেন নাহিদ হাসান। ২০ আগস্ট থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। ‘নিউ রোমিও-জুলিয়েট’ নাটকে আরও অভিনয় করছেন সাবেরী আলম, অ্যালেন শুভ্র প্রমুখ। আগামী কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে দেখা যাবে এটি।

 

Comments (0)
Add Comment