রেন জানান, প্রস্তুতি-গবেষণা যদি পরিকল্পনামাফিক এগোয়, তা হলে, আর দু-বছরও সময় লাগবে না। কিন্তু, সেটা আগে ঠিকঠাক হতে হবে।
অনেক আগেই থেকেই মাথা প্রতিস্থাপনের পরিকল্পনা ক্যানাভেরোর মাথায় ঘুরছে। Turin Advanced Neuromodulation Group-এ কাজ করার সময়, ২০১৩-য় প্রথম এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন ইতালির এই শল্য চিকিৎসক। তখন অবশ্য দাবি করেছিলেন, ২০১৩-র মধ্যেই মাথা প্রতিস্থাপন করে ফেলবেন। কিন্তু, গবেষণা পর্যায়ের কিছু ক্ষেত্রে বাধার কারণে হাতে আরও এক বছর সময় নিয়েছেন ক্যানাভেরো।
বাংলাদেশেরপত্র/এডি/আর