বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো আইটেম গানে নাচলেন ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহান। রাজ চক্রবর্তী পরিচালিত ‘যোদ্ধা’ ছবিতে ‘দেশি ছোড়ি’ শিরোনামের আইটেম গানে নেচেছেন তিনি। আর এই গানটি চলতি মাসের এক তারিখে ইউটিউবে প্রকাশিত হয়েছে। ২০১১ সালে এই রাজ চক্রবর্তীর ‘শত্র“’ সিনেমার মাধ্যমেই টালিউডে পা রাখেন হালের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত। প্রথম ছবিতে সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করে আলোচিত হন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে কাজ করেছেন ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’ ও ‘সন্ধ্যা নামার আগে’ ছবিগুলোতে। বিশেষ করে দেবের বিপরীতে ‘খোকা ৪২০’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান তিনি। রাজের ‘যোদ্ধা’ ছবিতে অভিনয় করছেন দেব, মিমি চক্রবর্তী ও নাইজেল আকারাকা। ছবিটি তেলেগু ছবি ‘মাগাধিরা’র রিমেক। আসছে পূজায় ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।