কচুয়ার নলুয়ায় জশনে জুলুছের র‌্যালী অনুষ্ঠিত

মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: মহান পবিত্রতম ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আজ বুধবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজার সংলগ্ন ঐতিহাসিক বালুর মাঠ থেকে আহলে সুন্নাতুল আল জামাতের উদ্যোগে একটি বিশাল আনন্দর‌্যালী বের হয়। র‌্যালীটি উদ্বোধন করেন, অধ্যক্ষ মুফতি মোঃ নুরুল আলম মজুমদার। র‌্যালীতে মসজিদের খতিব, শিক্ষক, সমাজ সেবক ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার লোকজন স্বস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। এ র‌্যালী কচুয়া ডাকবাংলো হয়ে বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বালুর মাঠে জমায়েত হয়ে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। র‌্যালী শেষে মুনাজাত পরিচালনা করেন, সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা’র অধ্যাপক এবিএম ছাদেক উল্লাহ। বাদ আছর দ্বিতীয় কর্মসূচীর অংশ হিসেবে একই স্থানে অনুষ্ঠিত হয় মহানবী (সাঃ) জীবনির উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা। এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মতিন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা শেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন, মুফতি মোঃ মানছুরি।

Comments (0)
Add Comment