আরও বক্তব্য রাখেন যুবলীগ সিনিয়র সহ-সভাপতি সলাউদ্দিন ভূঁইয়া সহ অনান্য নেতৃবৃন্দের মধ্যে মাইনউদ্দিন আহম্মেদ সবুজ, গাজী শাহিন, এডভোকেট শেলিম কবির, নজরুল ইসলাম রাজু, অনুপ কান্তি টিটু, রবিউল ইসলাম রবি ও মানিক মজুমদার সোহাগ প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাজমুল আলম স্বপন বলেন, কচুয়া উপজেলার যুবলীগ আ.লীগের একটি বিশাল শক্তি। এই শক্তি দিয়ে শেখ মুজিবুর রহমানের আদর্শে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে কচুয়ার প্রান প্রিয় নেতা আমার শ্রদ্ধেয় ড. মইনউদ্দি খান আলমগির এমপির নেতৃত্বে এ উপজেলার উনয়ন ও জনগনের শান্তির লক্ষ্যে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কচুয়া উপজেলা যুবলীগ কোন প্রকার অন্যায় করতে পারবেনা। কারো কোন সমস্যা থাকলে তা উপস্থাপন করার আহ্বানও জানান তিনি।