করোনা আক্রান্ত মৃতদেহ দাফনে থাকবে বেলাল উদ্দিন জুয়েল ও তার টিম


মোঃ রাজু আহমেদ ,চট্টগ্রাম অফিস:
আজ মঙ্গলবার চট্টগ্রাম ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ৯ নং ওয়ার্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি বেলাল উদ্দিন ।
জুয়েল আরও বলেন আমাদের এলাকা খুবী ঝুঁকিপূর্ণ আশপাশে করোনা রোগী পাওয়া গিয়েছে আর করোনাতে কেউ মৃত্যু বরণ করলে কেউ কাছে আসতে চায়না সে জন্য আমরা গত ১১ এপ্রিল আমার ৯ নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সদস্যদের নিয়ে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি যাতে কেউ মারা গেলে দাফন ও জানাজা করতে পারি।পক্ষান্তরে বেলেল উদ্দিন এর তত্ত্বাবধানে গত ২৪ মার্চ থেকে করোনা সংক্রমণ রোধে বিভিন্ন কার্যক্রম হয়ে আসছে ও ৫ শত দুঃস্থ ও মদ্ধবিত্ত পরিবার মাঝে বিতরণ করা হয়েছে ত্রাণ।আর আকবরশাহ পুলিশের বর্তমান কার্যক্রমকে তিনি স্যালুট যানায় এবং আকবর শাহ্ থানা অফিসার ইনচার্জ যে কোন সময় তাকে ও তার টিমকে দাফন ও জানাজার কাজে পাবেন বলে অবহিত করেন।তার দাবি প্রতিটি এলাকা থেকে সকলে যেন এ সংকটে তাদের মত এগিয়ে আসে।

Comments (0)
Add Comment