কাউনিয়ায় অসহায়দের খাদ্যসামগ্রী দিলেন ছাত্রলীগ সম্পাদক আশিক


কাউনিয়া প্রতিনিধিঃ
বিশ্বজুঁড়ে চলছে প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষরা। রংপুরের কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক’র উদ্যোগে তাঁর প্রিয় কিছু মানুষের সহযোগিতায় করোনার সৃষ্ট প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে ৩’শ ৬৪ জন শ্রমজীবি হতদরিদ্রের মাঝে চাল, আলু, লবন, ডাল ও সাবান বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউছুব আলী, স্থানীয় ইউপি সদস্য আবেদা বেগম ও মামুনুর রশিদ চাঁন, অবঃ সেনা সদস্য রুহুল আমীন মজনু ও শাহাদৎ হোসেন, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার ডিপুটি ম্যানেজার শেখ নুর মোহাম্মদ মাসুম, ভায়ারহাট ইজারাদার আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমূখ।

এসময় আশিকুর রহমান আশিক বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদের জাতির পিতা দিয়ে গেছেন। ভয়াবহ করোনার বিস্তার রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বনের মাধ্যমে এ দূর্যোগ মোকাবেলা করতে হবে। করোনা বিপর্যয়ে দিশেহারা খেটে খাওয়া এসব অসহায় দুস্থ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান ছাত্রলীগের এ নেতা।

Comments (0)
Add Comment