কাউনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি:
কাউনিয়া উপজেলার মো. হো. উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টার সময় গ্র্যাজুয়েট কাউন্সিল এর আয়োজনে মরহুম আহাদ আলী স্মৃতি ও বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকাল ৩টায় কাশফুল ইয়ংস্টার ক্লাব বনাম সোনালী অতীত ক্লাব কাউনিয়া দুটি দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার প্রারম্ভে বিশিষ্ট ক্রীড়াবিদ ও কাউনিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক মরহুম আহাদ আলী স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। খেলায় সোনালী অতীত ক্লাব ৫-১ গোলে কাউনিয়াকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আশরাফুল ইসলাম সরকার। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু।

Comments (0)
Add Comment