কাউনিয়া, প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছা ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের আলতাফ হোসেনের ডিসকভার ১০০ সিসি কালো সবুজ মোটরসাইকেল গত মঙ্গলবার রাতে চুরি হয়। বুধবার সকালে আলতাফ সন্দেহজনকভাবে লালমনিরহাট জেলার রাজপুর ইউনিয়নের চাংড়া ঠিকানার হাট এলাকার বকুল (৩০) চোরকে ধরে এনে মারধর করলে সে চুরির কথা স্বীকার করে। পরে থানায় খবর দিলে এসআই শাহজাহান ঘটনাস্থলে গিয়ে চোরসহ মোটরসাইকেল থানায় নিয়ে আসে।