কাউনিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শনিবার ২৩ডিসেম্বর সকালে সারাদেশের ন্যায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন জুনিয়র কন্সালটেন্ট(পেডিনরপ্রিকস) ডাঃ মুহাম্মদ আনিসুর রশিদ, জুনিয়র কন্সালটেন্ট(গাইনি) ডাঃ নিলুফার আকতার, আরএমও ডাঃ গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান আনসার আলী। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসও(ইপিআই) প্রিয়তোষ ভট্রাচার্জ্য, এমটি(ইপিআই) রশিদুল ইসলাম, প্রধান অফিস সহকারী শরিফুল ইসলাম শিশির, পরিসংখ্যানবিদ রায়হান প্রামানিক, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। উপজেলায় ১৪৪টি স্থায়ী ও ৯টি অস্থায়ী মোট ১৫৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬-১১মাসের ৩০৯০জন ও ১২-৫৯মাসের ২৪৬৬৬জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হয়।

Comments (0)
Add Comment