মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে পালন করা হয়েছে।
দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপতধ্বনি ও কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে কর্মসুচীর শুভ সুচনা ঘটে। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ, গণমাধ্যম সংগঠনসহ সর্বস্তরের জনগণ। পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদদের আত্ত্বার শান্তি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা, সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, ওসি (তদন্ত) সেলিমুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান মিয়া, কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, যুগ্ন সম্পাদক প্রভাষক আঃ জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী, প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা প্রমুখ।
এছাড়াও সকালে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, ডিসপ্লে, চিত্রাংকন এবং দুপুরে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে আরও ছিলো ধর্মীয় উপসনালয়ে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন। বিকেলে প্রীতি ফুটবল খেলা ও পুরুস্কার বিতরণ শেষে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটির দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘটে।