মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় পৃথক পৃথক অভিযানে মাদকসেবীসহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গত বুধবার রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এবং ওসি (তদন্ত) সেলিমুর রহমান এর নেতৃত্বে এসআই সাইফুল, এসআই মামুন, এসআই আতিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার হরিশ্বর গ্রামের মৃত নির্মল চক্রবর্তীর পুত্র বিজয় চক্রবর্তী (৩৮) কে মাদক (ইঞ্জেকশন) সহ আটক করেন। এছাড়াও উপজেলার মীরবাগ এলাকার খিতিষ চন্দ্রের পুত্র শ্যামল চন্দ্র, শিবু কুটিরপাড় গ্রামের আবুল হোসেনের পুত্র হায়দার আলী, সদরা তালুক গ্রামের আব্দুল হালিমের পুত্র আব্দুল কাদের, বিনোদ মাঝি এলাকার আঃ আউয়ালের পুত্র রতন মিয়া, বাজেমসকুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী আয়না বেগম (৩৫) একই এলাকার শুকুর আলীর স্ত্রী ছফুরা বেগম (৫০) ও কালু মিয়ার পুত্র দেলোয়ার হোসেনকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করেন। এরমধ্যে আটককৃর্ত মাদকসেবী বিজয়কে কাউনিয়া কলেজ মাঠ থেকে এবং অন্যান্যদের নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। তারমধ্যে মাদকসেবী বিজয়ের নামে নিয়মিত মামলা রুজু করে সকল গ্রেফতারকৃর্তদের রংপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।