কাউনিয়ায় ২টি ওয়ার্ডে উপ-নির্বাচন সম্পন্ন

কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার ২টি ওয়ার্ডে “সাধারণ সদস্য” পদে উপ-নির্বাচন উৎসব মূখোর পরিবেশে সম্পন্ন হয়েছে। অফিস সূত্র জানায়, ০৫নং বালাপাড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ৪জন প্রার্থীর মধ্যে মোঃ মনতাজ আলী (টিউবয়েল) প্রতীক নিয়ে ৭৮১টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহির উদ্দিন (তালা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৯৮টি। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৪শ’ ৭১জন। নারী ভোটার ১হাজার ৮শ’ ১৮জন ও পুরুষ ভোটার ১হাজার ৬শ’ ৫৩জন। অপরদিকে ০৪নংশহীদবাগ ইউনিয়নের ০২নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ৩জন প্রার্থীর মধ্যে শফিকুল ইসলাম (টিউবয়েল) প্রতীক নিয়ে ৭৬৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহির উদ্দিন (ফুটবল) প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩০টি ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২হাজার ৫০জন। নারী ভোটার ১হাজার ২৫জন ও পুরুষ ভোটার ১হাজার ২৫জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউনিয়া কলেজ ও কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় এবং বল্লভবিষ্ণু কেরামতিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এসব বিষয় উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ আব্দুছ সামাদ নিশ্চিত করেন এবং তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে উপ-নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জানান। উল্লেখ্য ০৫নং বালাপাড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের সাধারণ সদস্য আব্দুল মালেক গত ২৫নভেম্বর’১৭ এবং ০৪নং শহীদবাগ ইউনিয়নের ০২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পরেশ চন্দ্র রায় গত ৪ডিসেম্বর’১৭ বার্ধ্যকজনিত কারনে মৃত্যু হওয়ায় শুন্য ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।

Comments (0)
Add Comment