মাঝারাতে কানে অসম্ভব যন্ত্রনা ওর চুলকুনির চোটে ঘুম ভেঙে গিয়েছিল লি-এর। কানে আঙুল নিয়ে লি বুঝতে পারেন ভিতরে কিছু একটা রয়েছে। পরদিনই হাসপাতালে যান লি। এন্ডোস্কপির পর চিকিৎসকরা দেখেন তেলাপোকা ভরে রয়েছে। কানের মধ্যে বেশ কয়েক সপ্তাহ ধরে বাস করছিল এক মহিলা তেলাপোকা। ধীরে ধীরে বংশবিস্তার করায় এখন কানে রয়েছে ২৬টি। চিকিৎসকরা জানালেন, লি হাসপাতালে না এলে তার কানের বড়সড় ক্ষতি হতে পারতো।
কানে আরশোলা থাকার ফলে কানের ত্বকের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎকরা। সুত্র: চব্বিশ ঘন্টা।
বাংলাদেশেরপত্র/এডি/পি