“নারীর উপর যৌন নির্যাতন এবং শারীরিক-মানসিক হয়রানীর বিরুদ্ধে রুখে দাঁড়ান”– এই শ্লোগানকে সামনে রেখে সোমবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে পক্ষকাল ব্যাপী স্বাক্ষর সংগ্রহের ২য় দিনে কলেজে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী স্বাক্ষর সংগ্রহ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী, সাধারণ স¤পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড প্রমুখ। নেতৃবৃন্দ বলেন পুজিবাদী সমাজ ব্যবস্থায় নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয়। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারী দেহের অশ্লীল উপস্থাপন করছে নিজেদের ব্যবসার স্বার্থে, যার ফলাফল হিসেবে তরুণ প্রজন্ম নারীদের সর্ম্পকে উন্নত চিন্তা করতে পারছেন না। শাসক গোষ্ঠী আমাদের যুব সমাজে নৈতিক মূল্যবোধকে ধ্বংস করতে চায় যাতে তারা বিবেকবান মানুষ হিসেবে গড়ে উঠতে না পারে। দেশে বিচারহীনতা সংস্কৃতি চলছে একের পর এক যৌন নিপীড়নের ঘটনা ঘটছে অথচ অপরাধীদের শাস্তি তো দূরের কথা গ্রেফতার পর্যন্ত করছে না। নেতৃবৃšদ যৌন নিপীড়কদের প্রতিরোধে পাড়ায় পাড়ায় সংগ্রাম কমিটি গড়ে তোলার আহবান জানান।