কালকিনিতে অপপ্রচারের বিরুদ্ধে যুবলীগের প্রতিবাদ সভা

আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন ইউনিয়ন পূর্ব এনায়েত নগরের বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নেয়ামুল আকনের নামে মিথ্যা অপ্রচারের বিরুদ্ধে বুধবার বিকালে এনায়েত নগর স্কুল মাঠে এক প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবলীগ। এতে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সরদার মোঃ নিজামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরিদ সরদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান, ছাত্রলীগ নেতা আসলাম সরদার ও সাকিবুল ইসলাম খলিল। বক্তারা বলেন, যুবলীগের সহ-সভাপতি নেয়ামুল আকনের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে বিএনপি বানানোর চেষ্টা করেছে তাদের ওই অপপ্রচারের তিব্র প্রতিবাদ জানাই। কারন নেয়ামুল আকন জীবন ভর আওয়ামী লীগের সাথে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করেছেন।
উল্লেখ্য যুবলীগ নেতা আলহাজ্ব নেয়ামুল আকনকে এক শ্রেনীর কুচক্রি মহল বিএএনপি নেতা বলে ওই এলাকায় অপপ্রচার চালিয়ে আসছিল।

Comments (0)
Add Comment