“আসুন মাদক থেকে দুরে থাকি,সুখি সমৃদ্ধি দেশ গড়ি” এ শ্লোগানকে বুকে ধারন করে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালার নিজ উদ্যোগে গত ১ সপ্তাহ যাবৎ উপজেলার গোপালপুর,ফাশিয়াতলা,মোল−ার হাট ও কালকিনি বাজার সহ অন্যান্য হাট-বাজার গুলোর মধ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন।
এসময় তাকে সহযোগিতা করেন থানার সকল এস আই,এ এস আই ও পুলিশ সদস্যরা। ওসি তরুন সমাজকে “মাদককে না বলা”-র জন্য শপথ বাক্য পাঠ করান। মাদককে না বলে স্কুল ও কলেজ ছাত্র মোঃ সোহাগ, সুজন আকন ও জহির–ল ইসলাম জানায় আমরা মাদক গ্রহণ করবো না এবং অন্যকেও মাদক গ্রহণ থেকে বিরত রাখার অঙ্গিকার করছি।
এ ব্যাপারে মাদক সেবী হারেস,মিলন,মনু সহ বেস কয়েকজন জানান আমরা আর মাদক সেবন করবো না এই বলে শপথ করছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, কালকিনিতে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদককে নির্মূল করা আমার একার পক্ষে সম্ভব না। তাই আমরা মাদকের বির–দ্ধে প্রচারণায় নামি,যুব সমাজকে সচেতন করি। মাদকের বির–দ্ধে প্রচারণায় আমি সমাজের সচেতন মানুষের সহযোগীতা চাই।আমার বিশ্বাস কিছু দিনের মধ্যেই কালকিনি থেকে মাদকাসক্তির সংখ্যা অনেক হ্রাস পাবে।