কালীগঞ্জে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত

বক্তব্য প্রদান করছেন গাজীপুর জেলা প্রসাশক এস এম আলম।

মনিরুল আলম: গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিন অডিটরিয়ামে বুধবার (৪ই মে) সকালে গত ৩১শে মার্চ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ৭ চেয়ারম্যান, ২১জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৩ জন সাধারন সদস্য সহ সর্বমোট মোট ৯১জন নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বাররা শপথ করেন ।
অনুষ্ঠাণের প্রধান অতিথি হিসেবে গাজীরপুর জেলা প্রসাশক এস এম আলম নব-নির্বাচিত সাত জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন মো.সারোয়ার গাজী-জাঙ্গালীয়া ইউনিয়ন, আতিকুর রহমান আকন্দ- বক্তারপুর, মো.শাহাবউদ্দিন-বাহাদুরশাদী, মো.মাহাবুর রহমান খাঁন(ফারুক মাষ্টার)-জামালপুর , মো.শরিফুল ইসলাম তোরণ-মুক্তারপুর, মো.আবুবক্কর বাক্কু-তুমিলিয়া, মো.আব্দুল কাদির -নাগরী ইউনিয়ন। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.মনিরুজ্জামান সংরক্ষিত মহিলা মেম্বার , সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠকরান।
শপথ বাক্য পাঠদান শেষে জেলা প্রসাশক এস এম আলম নির্বাচিতদের উদ্ধেশ্য করে তিনি বলেন, সকল ভেদাভেদ ভূলে সৎ ইচ্ছাই যতেষ্ট, কারণ আপনারা যদি সমাজে ভাল কাজ করেন তাহলে বার বার নির্বাচিত হতে পারবেন। তিনি আরও বলেন আসুন আমরা সবাই মিলে সমাজে ভাল কাজ করি এবং এ দেশটাকে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহ-কারী কমিশনার(ভূমি) শারমিন আক্তার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী ও উপজেলার সর্বস্থরের গন্য মান্য ব্যাক্তি বর্গ ।

Comments (0)
Add Comment