কালীগঞ্জে শ্রমিক কলেজ সরকারি করায় আনন্দ মিছিল ও র‌্যালি

মনিরুল আলম, কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপরের কালীগঞ্জে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসলিন কট্টন মিলের শ্রমিকের অর্থায়নে ১৯৭০ সালে স্থাপিত হলেও এই শ্রমিক কলেজটি । এই কলেজের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকরা বলেন অতীতে অনেক সরকার এসেছে কিন্তু কেউ এগিয়ে আসেনি। অবশেষে ৪৫ বছর পর এই সরকারের আমলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির সহায়তায় আজ ওই কলেজটি সরকারি করণ করা হয়েছে । এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ মো.ফেরদোস মিয়ার সভাপতিত্বে ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ, বেগম ওম্মেছালমা শ্রমিক কলেজ সরকারী করনের আহবায়ক এর সঞ্চালনায় কলেজের সকল ছাত্র-ছাত্রীরা, শিক্ষক বৃন্দসহ এক অনন্দ মিছিল ও র‌্যালি বের করেন র‌্যালিটি শ্রমিক কলেজ থেকে বের হয়ে উপজেলা চত্ত্বর হয়ে শ্রমিক কলেজে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা কলেজ চত্ত্বরে ব্যানপাটি বাজিয়ে এবং একে অপরকে মিষ্টি বিতরন করে আনন্দ বাগাবাগি করে নেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক আব্দল গনি ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি (সাংবাদিক) মো. মনিরুল আলম, সাবেক জিএস হাছান শরিফ ববি প্রমুখ।

Comments (0)
Add Comment