কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল গণি ভূঁইয়া জানান, স্বপন বর্তমানে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, শিল্পপতি এবং উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান। নিজ এলাকা কালীগঞ্জ ছাড়াও ঢাকার উত্তরা ও বনশ্রীতে তার বাড়ি রয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী হোসেন উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৫ নম্বর রোডের বৃটিশ হোমস নামের ১৯ নম্বর বাড়ির নিচতলা থেকে মঙ্গলবার দিবাগত রাতে জুয়া খেলাকালীন সময় তাদেরকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এ ব্যাপারে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। আমজাদ হোসেন স্বপনসহ মোট ৫২ জুয়ারিকে আটক করা হয়। এ সময় ওয়ান টেন জুয়া খেলার ২ লাখ ৮৩ হাজার ৪ শত ৯৫ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে।