ইমরান হোসেন, কাহালু (বগুড়া) প্রতিনিধি: কাহালু উপজেলা নিবাহী অফিসার মোছা. তোছলিমা খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমানের একটি দল বুধবার বিকালে উপজেলার মালঞ্চা ইউনিয়নে কেরোসিন মিশ্রিত ভেজাল পেট্রোল ও মাপে প্রতি লিটারে ১০০ গ্রাম তেল কম হওয়ার কারনে পেট্রোল ব্যাবসায়ী মাগুড়া গ্রামের মৃত আনসার পরামানিক এর ছেলে রাজু (৩০) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপোরাধে ব্যাবসায়ী খালেকের ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং মালঞ্চা বাজারের ব্যাবসায়ী সপন চন্দ্র কে খাদ্যে ভেজাল এবং পেট্রোলে ভেজাল এর কারনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে অপর দিকে একই বাজারের ফল ব্যাবসায়ী মোঃসফিকুল কে পাথরের ওজন কম হওয়াই ২০০ টাকা জরিমানা আদায় করা হয় ।