ইমরান হোসেন কাহালু, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দূরঘটনায় ৬ জন আহত হয়েছেন। সরজমিনে গিয়ে জানা গেছে উপজেলার মালঞ্চা দূরগাপুর সংযোগ সড়কের ঢাকন্ত নামক স্থানে এই দূরঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় আজ শুনিবার বিকাল ৪ টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা নাম্বার বিহীন একটি যাত্রীবাহী বাসের চাকা বাস্ট হয়ে অটো ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা ৬ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে শহীদ জীয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে আহতরা সবাই গুরবিশা গ্রামের বাসিন্দা মোঃশাজাহান (৬০) মোঃনাসি (৫৫)মোঃমুমিন(৩৮) মোঃবেলাল(৩০) মোঃলাল মমিয়া (৩২) খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাহালু থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনাস্থলে শাত শত মানুষের মভিড়ে জমেমোবাঃ