কিম আমাকে সুন্দর সুন্দর চিঠি পাঠায় – ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক এখন অনেক মধুর। ট্রাম্প জানিয়েছেন তিনি একরকম উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রেমে পড়েছেন। আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার এক সমাবেশে এমনই এক মন্তব্য করলেন ট্রাম্প।

তিনি বলেন, শুরুতে আমরা অনেক খারাপ সম্পর্কে ছিলাম। কিন্তু এখন আমাদের মধ্যে অনেক ভাল একটা সম্পর্ক। আমরা একে অপরের প্রেমে পড়েছি।

তিনি আরো বলেন, আমরা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলাম। এটা বড় ভুল হতে যাচ্ছিলো। কিন্তু সেটা আর হয়নি। কিম এখন আমায় অনেক সুন্দর সুন্দর চিঠি পাঠায়। সত্যি সেগুলো অনেক চমৎকার।

তিনি ওই সমাবেশে বলেন, এখন হয়ত অনেকে ব্যঙ্গ করে বলবেন ডোনাল্ড ট্রাম্প কিমের প্রেমে পড়েছেন কি ভয়ানক।

Comments (0)
Add Comment