নীলফামারী-৩ আসন তথা ( জলঢাকা- আংশিক কিশোরগঞ্জ) সংসদীয় আসন কে অখন্ড রাখার দাবীতে দলবল নির্বিশেষে আন্দোলনের মাধ্যমে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) সংসদীয় আসন হওয়ায় আনন্দিত কিশোরগঞ্জ উপজেলাবাসী। যার ফলশ্রুতিতে অখন্ড বাস্থবায়ন কমিটির সকল নেতাকর্মীদের সংবর্ধনা দেন উপজেলা নাগরিক কমিটি। অনুষ্টানে নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ( অবঃ প্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এছাড়াও অনুষ।টানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর ( সার্কেল) অশোক কুমার পাল, উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নবাগত নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ এম হারুন- অর রশিদ, হেযবুত তওহীদ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ, জেলা সভাপতি নুর আলম, অখন্ড বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের ( অবঃ প্রাপ্ত) অধ্যক্ষ আব্দুর রউফ এবং যুগ্ন আহবায়ক রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দল মান্নান ও সাধারণ সম্পাদক দৈনিক আখিরার জেলা প্রতিনিধি নাজিম উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি গন উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনা করেন আকরামুজ্জামান টিট্।ো
প্রধান আলোচক, উপজেলা নাগরীক কমিটির সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ শরিফুল ইসলাম সাজু তার বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ-সৈয়দপুর সংসদীয় আসন হওয়ায় আমরা নাগরিক কমিটি আনন্দিত পাশাপাশি তিনি উপস্থিত সকলকে সন্ত্রাস জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করারও আহবান জনান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাঁর চাকুরী জীবনে জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, নীলফামারী জেলার ৬টি থানার মধ্যে কিশোরগঞ্জ থানায় সবচেয়ে বেশি মিথ্যা মামলা করা হয়। এখানে শিশু ধর্ষণের সংখ্যা বেশি। এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্ত্রিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।