মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবনিযুক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল ইসলামকে বরণ করা হয়। আজ বুধবার আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতি এডভোকেট. শাহ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট. মো. শহিদুল ইসলাম শহীদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট. আব্দুর রশিদ ভূঞা, এডভোকেট. মো. জালাল উদ্দিন, . এম. এডভোকেট এ বারী, এডভোকেট. জীবন কুমার রায়, এডভোকেট. খন্দকার মো. শাহজাহান, এডভোকেট. কামরুল হাসান শাহজাহান, এডভোকেট. ভূপেন্দ্র ভৌমিক দোলন, এডভোকেট. মিয়া মো. ফেরদৌস, এডভোকেট. এম.এ রশিদ, এডভোকেট. এম.এ আফজল, এডভোকেট. সৈয়দ শাহজাহান, এডভোকেট. মুহাঃ আব্দুর রহমান প্রমুখ। পরে নবনিযুক্ত বিচারককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় আইনজীবী ছাড়াও জেলা জজশীপের বিচারকগণ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন। ইতিপূর্বে তিনি হবিগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।