চট্টগ্রাম নগরীর কুটুম্ববাড়ী রেস্তোরার নামে মিথ্যা সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন কুটুম্ববাড়ী রেস্তোরা এন্ড বিরানী হাউজের নামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রেস্তোরার পরিচালক মো. আশরাফুল আহসান রাকিব। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি দাবি করেন, কুটুম্ববাড়ী রেস্তোরা এন্ড বিরয়ানী হাউজ এর নামে গত ২৬ জুন রবিবার সিটিজি নিউজ, দৈনিক তাজা খবর, ৭১ সংবাদ, কপোতাক্ষ নিউজ২৪, সীতাকুন্ড নিউজ সহ কয়েকটি অনলাইন মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে মরা মুরগী দিয়ে খাবার তৈরি হয় কিংবা খাবার পরিবেশন হয় তা সম্পূর্ণ মিথ্যা। বরং দীর্ঘ সময় ধরে সুশৃংখল ও সুন্দর পরিবেশে তাজা ও সতেজ খাবার তৈরী করে কাস্টমারদের সেবা দিয়ে আসছে কুটুম্ব রেস্তোরা এন্ড বিরানী হাউজ।
তিনি আরও দাবি করেন, একটি স্বার্থন্বেসী মহল এ প্রতিষ্ঠানকে মানুষের নিকট হেও প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। এরকম মিথ্যা সংবাদে প্রভাবিত না হওয়ার জন্য সকল কাস্টমার ও শুভাকাঙ্খীদের অনুরোধ করেন তিনি।

Comments (0)
Add Comment