কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার ৯টি ইউনিয়নের সবকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- খোকসা ইউনিয়নে আইয়ুব আলী (নৌকা), জানিপুর ইউনিয়নে হবিবর রহমান, জয়ন্তীহাজরা ইউনিয়নে আব্দুর রাজ্জাক, বেতবাড়িয়া ইউনিয়নে বাবুল আখতার, শিমুলিয়া ইউনিয়নে আব্দুল মজিদ খান, ওসমানপুর ইউনিয়নে আনিসুর রহমান বাবলু, শোমসপুর ইউনিয়নে বদর উদ্দিন খান, গোপগ্রাম ইউনিয়নে আলমগীর হোসেন ও আমবাড়িয়া ইউনিয়নে আব্দুস সাত্তার মোল্লা ।